Wednesday, August 18, 2021

সমস্ত বিবাহিত ভাইদের জন্য


সমস্ত বিবাহিত ভাইদের জন্য

স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপনার চায়ে ছোট একটি চুমুক দেয়। কারণ, সে নিশ্চিত হতে চায় চা টি আপনার পছন্দ মত হয়েছে কিনা।
স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপনাকে নামাজ পড়তে জোর করে। কারণ সে আপনারই সাথে জান্নাতে যেতে চায়।
স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপনাকে সন্তানদের সাথে খেলা করতে বলে। কারণ সন্তানদের অভিভাবক সে একা নয়।
স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপানাকে নিয়ে ঈর্ষান্বিত হয়। কারণ, সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেঁছে নিয়েছে।

স্ত্রী কে ভালবাসুন…যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে। কারণ, আপনারও এমন অনেক দোষ ত্রুটি রয়েছে।
স্ত্রী কে ভালবাসুন…যখন তার রান্না খারাপ হয়। কারণ, সে ভাল রান্নার চেষ্টা করেছে।
স্ত্রী কে ভালবাসুন…যখন সকাল বেলায় তাকে উষ্কখুষ্ক দেখায়। কারণ, সে আবার আপানরই জন্য সাজগোজ করবে।
স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপনাকে সন্তানের লেখাপড়ায় সাহায্য করতে বলে। কারণ সে চায় আপনাকে সংসারের অংশ হিসেবে পেতে।
স্ত্রী কে ভালবাসুন…যখন সে জানতে চায় তাকে মোটা লাগছে কিনা। কারণ, আপনার মতামত তার কাছে অনেক গুরুত্বপূর্ণ; এজন্য তাকে বলুন সে সুন্দর।
স্ত্রী কে ভালবাসুন…যখন তাকে সুন্দর দেখায়। কারণ সে আপনারই, তাই প্রশংসা করুন।
স্ত্রী কে ভালবাসুন…যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়। কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক।
স্ত্রী কে ভালবাসুন…যখন সে এমন কোন উপহার দেয় যা আপনার পছন্দ হয়নি। কারণ সে আপনাকে খুশি করতে চায়, তাই তাকে বলুন, ঠিক এমন উপহারই আপনার প্রয়োজন ছিল।
স্ত্রী কে ভালবাসুন…যখন তার মধ্যে কোন বদঅভ্যাস গড়ে ওঠে। কারণ আপনারও এমন অনেক বদঅভ্যাস রয়েছে; প্রজ্ঞা আর কোমলতার সাথে তার সেই বদঅভ্যাস পরিবর্তন করানোর সময় এখনো আপনার আছে।
স্ত্রী কে ভালবাসুন…যখন সে অকারণেই কাঁদে। তাকে বলুন সব ঠিক হয়ে যাবে।
স্ত্রী কে ভালবাসুন…যখন সে PMS বা মাসিক অবসাদ এ ভোগে। তার জন্য চকলেট আনুন, তার পায়ের পাতায় ও কোমরে মালিশ করে দিন, এবং তার সাথে নিছকই গল্প করুন (বিশ্বাস করুন এতে কাজ হয়!)
স্ত্রী কে ভালবাসুন…যদি সে অসন্তোষজনক কিছু করে ফেলে। এরকম হতেই পারে এবং এর রেষ একসময় কেটেও যাবে।
স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপনার কাপড়ে ভুলবশতঃ দাগ লাগিয়ে ফেলে। একটি নতুন জামা আপানি এমনিতেও কিনতেন।
স্ত্রী কে ভালবাসুন…যখন সে আপনাকে বলে আপনার কিভাবে ড্রাইভ করা উচিৎ। সে শুধু চায় আপনি নিরাপদে থাকুন।
স্ত্রী কে ভালবাসুন…যখন সে তর্ক করে। সে তাই চায় যা আপানাদের দুইজনের জন্যই ভাল হয়।
স্ত্রী কে ভালবাসুন…সে শুধু আপনারই। এটি ছাড়া তাকে ভালবাসার অন্য কোন বিশেষ কারণেরও প্রয়োজন নেই!!!
এই সবই নারীসুলভ স্বাভাবিক বৈশিষ্ট্য। আর স্ত্রী আপনার জীবনেরই একটি অংশ যাকে রানীর মত মর্যাদা দেওয়া উচিৎ।
মহানবী (সাঃ) নারীদের বিষয়ে উপদেশ দিয়েছেনঃ
• তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও (বুখারী ৩৩৩১, মুসলিম ৪৭)

Thursday, August 12, 2021

বিয়ের আগে পাত্র পক্ষের কাছে থেকে আসা মধুর প্রস্তাবগুলো


বিয়ের আগে পাত্র পক্ষের কাছে থেকে আসা সবচেয়ে মধুর আর আশাবাদী প্রস্তাবগুলো হচ্ছেঃ

* আপনারা চিন্তা করবেন না ও আমাদের মেয়ে হয়েই থাকবেই।
*আরেকটা প্রস্তাব থাকে যে হ্যাঁ কোনো সমস্যা নেই বিয়ের পরেও যতদূর পর্যন্ত পড়তে চায় পড়বে।
আমার অমুকও তো বিয়ের পর মাস্টার্স কমপ্লিট করেছে।
*যখন খুশি তখনই চলে আসবে সামান্য দুরত্ব সমস্যা নেই প্রয়োজন পড়লে আমিই দিয়ে যাবো এ বাড়িতে।
*রান্না এখনকার কোনো মেয়েই খুব একটা পারে না তবে বিয়ের পর অবশ্যই শিখে যায়।
*আমাদের বাসায় তো তেমন কাজই নেই মা মেয়ে মিলে ঠিক সামলে নিবো।
*কোনো দেনা পাওনার বিষয় নেই।আমাদের পছন্দ হয়েছে।এটাই যথেষ্ট।
*বাহ্যিক সৌন্দর্য দিয়ে কি হবে ব্যবহার টাই আসল।
*আমরা বাড়িতে বৌ নয় মেয়ে নিয়ে যাবো।
*ও চাইলে জবও করতে পারবে কোনো সমস্যা নেই।
তারপর দিন গড়ায় বিয়ের মাস ছয়েক পূর্ণ হয় আস্তে আস্তে তাদের সকল অভিযোগ পাহাড় গড়ায়।
সব মেয়ে এত কপাল করে জন্মায় না যে শ্বশুর শাশুড়ীর মেয়ে হতে পারে।
যে পর্যন্ত পড়েছো থাক অনেক হয়েছে চাকরী করে আমার ছেলেকে খাওয়াতে হবে না।
দুদিন পর পর বাবার বাড়ি বাবার বাড়ি যাবা করো না এখন এটাই তোমার সংসার তাছাড়া তুমি বাসায় গেলে আমার বাবুর খাবার দাবারে কষ্ট হয়ে যায়।
কি হাবিজাবি রান্না করো কোনো দিন লবণে পোড়া কোনোদিন ঝালে চূড়ান্ত সবজিও কাটতে পারো না মা কি কিছুই শিখায়নি?
সারাদিন কাজ শেষ করে একটু পড়তে বসলেই ডাক পড়ে বৌ মা একটু চা করো তো!
পাশের বাড়ির কোনো সঙ্গী আসলেই শুরু হয়ে যায় কিচ্ছু দেয়নি বাবুর শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু দেয়নি।
নেহাত বাবু পছন্দ করেছে নাহলে ওমন কালো মেয়ে ঘরে আনি নাকি।
হ্যাঁ এসব রোজকার ঘটনা।
রঙিন প্রতিশ্রুতি দিতে সবাই জানে কিন্তু রাখতে পারে ক'জন।
তবে প্রতিটি মেয়ের নিজের একটা পরিচয় দরকার।
অন্তত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিয়ে করা উচিৎ।
(বিঃদ্রঃ সবার গল্প এক নয় তাই বলে কারো সাথে হয় না এমনও নয়।যাদের সাথে এসব হয় নি তারা নিসন্দেহে ভাগ্যবতী।তবে অনেক মেয়েপক্ষও কম যায় না রসালোভাবে মেয়ের গুণ প্রচার করে অথচ কাজের বেলায় অষ্টরম্ভা)
লেখাঃস্মৃতিকথা দত্ত